Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাক-আফগান সীমান্তে নতুন ইসলামিক স্টেট

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাক ও সিরিয়ার পর এবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নতুন আরেকটি রাজ্যের ঘোষণা দিয়েছে জেহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সেখানে আইএস নেতা আবু বকর আল বাগদাদির অধীনে ইসলামী শরিয়াহ আইন চালু হয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী খোরাসান অঞ্চলকে পাঁচটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করে এই শাসনকাজ পরিচালনা করা হচ্ছে। আইএসের ম্যাগাজিন দাবিকের ১৩তম সংখ্যায় এমন দাবি করেছে এই জেহাদি সংগঠনটি। দাবিকের ১৩তম সংখ্যায় জানানো হয়েছে, আইএসের গঠনতন্ত্র অনুসারে খোরাসান শাসকের পদবি আমির।
দাবিকের সঙ্গে সাক্ষাৎকারে আইএসের খোরাসান রাজ্যের আমির শায়খ হাফিজ সাঈদ খান বলেছেন, একসময় মুসলমানদের শাসনে থাকা ভারতকে পুনরায় দখল করা হবে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হাফিজ সাঈদ খান মোল্লা সাঈদ ওরাকাজি নামেও পরিচিত। তিনি আগে তেহরিক-ই তালিবান পাকিস্তানের একজন কমান্ডার ছিলেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাক-আফগান সীমান্তে নতুন ইসলামিক স্টেট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ