নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আফগানিস্তান সিরিজের প্রস্তুতি ম্যাচে হারের পর ড্রেসিংরুমে বাংলাদেশ ক্রিকেটারদের ‘অপরাধী’ গানের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সাকিবের করা ঐ ভিডিওতে ক্রিকেটারদের উচ্ছাস আর উদ্দেলের পরদিন থেকেই ভিন্ন রূপ পেতে থাকে দেরাদুনে বাংলাদেশের ড্রেসিংরুমের চেহারা। টানা দুই ম্যাচে লজ্জার হারে সিরিজ খুইয়ে বসে আফগানিস্তানের কাছে। তার পর থেকে অধিনায়ককে ‘অপরাধী’ করে বানানো গানটা কি ফেসবুকের কল্যাণে শোনেননি সাকিব! তার অধিনায়কত্ব নিয়ে তোলা প্রশ্নও কি সাকিবকে স্পর্শ করছে না! সাকিব আল হাসানকে স্পর্শ না করলেও বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসানকে ঠিকই স্পর্ষ করেছে বাংলাদেশের এই অবনমন।
বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেট ঐতিহ্য, ইতিহাস ও শক্তিমত্তা সবকিছুর বিচারেই আফগানিস্তানের চেয়ে এগিয়ে। টি-টোয়েন্টি র্যাংকিংয়েই কেবল আফগানরা এগিয়ে বাংলাদেশের চেয়ে। তাই আফগানদের বিপক্ষে সিরিজ হারা মোটেও কাম্য নয়। সিরিজ হার ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে, তখন থেকেই জাগে হোয়াইটওয়াশ হবার শঙ্কা।
মাঠ ও মাঠের বাইরে কঠিন সময় পার করছেন সাকিব। দল হারছে তার চাপ পড়ছে অধিনায়কের উপর। তাছাড়া বড় বড় দলকে হারাতে থাকা বাংলাদেশ দল ছোট দল আফগানিস্তানের কাছে প্রস্তুতি ম্যাচ সহ টান তিন ম্যাচ হেরেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে নিশ্চিত করছে আফগানিস্তান। তাই বাংলাদেশ দলের সাথে অধিনায়ক সাকিবের উপর পড়ছে ক্ষোভ। টি-টোয়েন্টিতে মাশারাফির অবসররের পর অধিনায়কত্ব পাওয়া সাকিবের নিজের ফর্মের সাথে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। সেই সমালোচনায় ঘি ঢেলে দিলেন পাপন।
তাকে ধরা হয় মাঠে বাংলাদেশের অন্যতম সেরা ও বিচক্ষণ অধিনায়ক। আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট দলের দায়িত্বে। সব কিছুই ঠিক মত চলছিল, কিন্তু দেরাদুনে টানা ম্যাচ হেরে আফগানদের কাছে সিরিজ খুইয়ে পড়েছেন সমালোচকদের তোপের মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তার নেতৃত্বের মুন্ডুপাত। আর এবার সেই সমালোচনায় যোগ দিলেন বিসিবির বড় কর্তা। বাংলাদের দলের এই বাজে পারফরম্যেন্সের কারণ খুঁজতে পাপন কথা বলেছেন সাংবাদিকদের সাথে, সেখানে তিনি জানান সাকিবের অধিনায়কত্ব নিয়ে তার চিন্তার কথা।
সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার, তাই বিশ্বজুড়ে তার আলাদা কদর রয়েছে। বিশ্ব তামামে জনপ্রিয় সব লিগ গুলোতে থাকে সাকিবের পদচারণা। আর অতিরিক্ত ক্রিকেট সাকিবকে ক্লান্ত করছে কি না, এটা জানতে চাওয়া হলে পাপন বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। আমিও তাকে প্রথম ম্যাচের পর প্রশ্ন করেছি। কালকের (দ্বিতীয়) ম্যাচ দেখে আমি আর কথাই বলি নাই কারও সঙ্গে। আর কী বলব!’
কিছুদিন ধরে মিডিয়াতে গুঞ্জন চলছে জাতীয় নির্বাচনে ক্ষমতাশীল দল থেকে নির্বাচন করতে পারেন তিনি। এই ধরণের ঘোষণায় খেলা থেকে মনোযোগ হারিয়েছেন কি না? এ বিষয়ে জানতে চাইলে বিসিবির প্রেসিডেন্ট বলেন, ‘এটা বলা মুশকিল। কতগুলো জিনিস আছে মানুষ, এমনিই বুঝতে পারে। এইগুলা সব বলতে হয় না। এখন আমি বললেও কিছু যায়-আসে না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, রাজনীতির ব্যাপার নিয়ে। সে আমাকে বলেছে, সে এই ব্যাপারে কিছুই জানে না। তারজন্য এটা হওয়া কঠিন। কারণ সে আরও অন্তত তিন-চার বছর খেলবে জাতীয় দলে। সেদিক থেকে তার সম্ভাবনা কম।’
দলের এমন বাজে ফলাফলের পর কথা বলেছেন বিসিবি প্রেসিডেন্ট। বোলাররা বাজে করলেও ব্যাটসম্যানদের ওপরেই ক্ষোভ বেশি ঝাড়লেন বিসিবি বস, ‘দলের মধ্যে কিছু সমস্যা আছে এটা নিশ্চিত। জানিনা অবশ্য সমস্যাটা কি। হতে পারে প্ল্যানিংয়ের সমস্যা, হতে পারে প্ল্যান বাস্তবায়নে সমস্যা। অনেকে বলবে বোলাররা ভাল করছে না। কিন্তু গত দুই ম্যাচে আমাদের অভিজ্ঞ ব্যাটসম্যানরা কি করেছে? তারা তাদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। এমনটা মনে হচ্ছে কোচ না থাকায় তাদের বেশি স্বাধীনতা এসেছে, যা খারাপ ফলই দিচ্ছে।’
আফগানিস্তানের বিপক্ষে লড়াই করতে না পারা ও ব্যাটসম্যানদের ভুলে ভরা ব্যাটিং দেখে যারপরনাই হতাশ পাপন। এই বাংলাদেশ দলকে যেন চিনতেই পারছেন না বিসিবি বস, ‘আসলে এটা খুব হতাশাজনক। নিদাহাস ট্রফির আগে বাংলাদেশে যে সিরিজটা (শ্রীলঙ্কা সিরিজ) হলো। একেবারে সেইম পুনরাবৃত্তি দেখেছি। শ্রীলঙ্কাতে তো আমি নিদাহাস ট্রফিতে ওদের সঙ্গে ছিলাম এবং ওরা ভালোই খেলেছে। আমি বলছি না যে খুব ভালো খেলেছে বাট ভালো খেলেছে। সেখানে হারাতে কিন্তু কেউ তাদের কিছু বলেনি। কিন্তু এখানে কেমন যেন লাগছে। এটা বাংলাদেশ দল আমার কাছে মনেই হচ্ছে না।’
ব্যাটসম্যানদের বিপক্ষে অভিযোগের সুরে বিসিবি প্রধান বলেন, ‘১২০-৩০ রান করে টি-টোয়েন্টিতে কেউ জেতার আশা করে আমার মনে হয় এটা ঠিক হবে না। এটা খুবই কম স্কোর। আফগানিস্তানের বোলিং হতে পারে খুব ভাল। রাশিদ খান বিশ্বমানের, কেউ অস্বীকার করে না। তারপরও ১৫০-৬০ হবে না এটা কখনো মনে হয়নি। যখনই মনে হচ্ছে আমরা সেট হচ্ছি, দল বড় স্কোরের দিকে যাচ্ছে তখনই উইকেট ছুঁড়ে দিয়ে আসছি। আমাদের সিনিয়র প্লেয়াররা যেভাবে আউট হয়েছে, রাশিদকে ছয় মারতে গিয়ে আউট হওয়া, এগুলো কোনভাবে মিলে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।