Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের প্রেসিডেন্ট ভবনে আর ইফতার হবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

ভারতের প্রেসিডেন্ট ভবনে দীর্ঘদিন ধরেই রমজান মাসে ইফতার আয়োজনের রীতি চলে আসছে। তবে এ বছর থেকে আর ইফতারের আয়োজন করা হবে না। এক কর্মকর্তা জানিয়েছেন, শুধু ইফতার নয়, কোনো ধর্মীয় অনুষ্ঠানই আর এ ভবনে পালিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ। প্রেসিডেন্টের প্রেস সচিব অশোক মালিক বলেন, রামনাথ কোভিন্দ দায়িত্ব নেয়ার পরে সিদ্ধান্ত নিয়েছেন যে এ ভবনের মতো সরকারি ভবনগুলোতে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করা চলবে না। এ ধরনের সব অনুষ্ঠানই যেহেতু করদাতাদের দেয়া অর্থে করা হয়, তাই ধর্মনিরপেক্ষতার আদর্শ অনুসরণ করে কোনোরকম ধর্মীয় অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পিটিআই।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৭ ডিসেম্বর, ২০২১, ১:১৬ পিএম says : 0
    দরকার নাই আর আমাদের দেশে ও কালি কুলি অনুষ্ঠান রাষ্ট্রপতি প্রধান মন্ত্রীর ভবনে করার দরকার নেই,তুমি আমার হলে আমি তোমার,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ