Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট রাজ্যের বাজারে সবজি দুধ সরবরাহে কড়াকড়ি

ভারতে কৃষক ধর্মঘট মোদির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

ভারতের লাখ লাখ কৃষক চার দিনের ধর্মঘটকালে সরবরাহ হ্রাস করে দেয়ায় মুম্বাই ও দিল্লিসহ ভারতের প্রধান প্রধান নগরীতে সবজির দাম ১০ ভাগ বেড়ে গেছে। মুম্বাইভিত্তিক সবজি বিক্রেতা মহেশ গুপ্ত বলেন, সরবরাহ কম থাকায় টমেটো ও বরবটির মতো কিছু সবজির পাইকারি দাম বেড়ে গেছে। পল্লী এলাকায় কৃষকদের অসন্তোষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। পাঁচ বছরের মধ্যে কৃষি আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে তিনি ক্ষমতায় এসেছিলেন। আটটি রাজ্যের কৃষকেরা, যার বেশির ভাগই মোদির বিজেপি শাসিত, শহরের বাজারগুলোতে সবজি ও দুধ সরবরাহে কড়াকড়ি আরোপ করেছে। পাঞ্জাবভিত্তিক কৃষক রমনদ্বীপ সিং মান বলেন, আমরা গরীব ও অভাবগ্রস্তদের মধ্যে দুধ ও সবজি বিতরণ করছি, কিন্তু বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি। কৃষকদের দুর্দশা তুলে ধরতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার কৃষকদের উপেক্ষা করছে। গত বছর মধ্যপ্রদেশে একই ধরনের প্রতিবাদের সময় আন্দোলনটি সহিংস হয়ে ওঠলে ছয় কৃষক নিহত হয়। সামপ্রতিক সময়ে কৃষকেরা অনেক স্থানে মহাসড়ক অবরোধ করে, রাস্তায় দুধ ঢেলে দেয়। এখন পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ রয়েছে। অবশ্য সংগঠকেরা আগামী দিনগুলোতে আন্দোলন তীব্র করার পরিকল্পনা করছেন। ধর্মঘটে অংশগ্রহণকারী অন্যতম কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভার রাজ্য সাধারণ সম্পাদক অজিত নাওয়ালে বলেন, গত বছর সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করতে পারেনি। আমাদের আন্দোলন তীব্র করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ভারতীয় কৃষাণ ইউনিয়নের একটি অংশের সভাপতি বলবির সিং রাজেওয়াল বলেন, অমৃতসর, ফরিদকোট, মোহালি, মগা, গিদারবাহা ও অন্য কয়েকটি স্থানে প্রতিবাদী কৃষক ও দুধ সরবরাহকারীদের মধ্যে সঙ্ঘাতের খবর পাওয়া গেছে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজ্যের বাজারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ