Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাবুলে সেনা পাঠাচ্ছে আমীরাত ও কাতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

আফগানিস্তানে সেনা মোতায়েনের ব্যাপারে আরব আমীরাত ও কাতার যে প্রস্তাব দিয়েছে, তার অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এক বিবৃতিতে আফগানিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) জানায়, আফগান-ন্যাটো সিকিউরিটি এগ্রিমেন্টের অধীনে রেজল্যুট সাপোর্ট মিশনের অংশ হিসেবে আফগান বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ এবং সহায়তা দেয়ার জন্য বিশেষ বাহিনী পাঠানোর যে প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমীরাত, তার অনুমোদন দেয়া হয়েছে। কতজন সেনা আসবে আফগানিস্তানে বা তাদের সুনির্দিষ্ট কাজ কি হবে, সে ব্যাপারে অবশ্য বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। মার্কিন কমান্ডার জেনারেল জন নিকলসন গত সপ্তাহে ঘোষণা দেন যে আরব আমীরাত এবং কাতার আফগানিস্তানে সেনা পাঠাতে চায়। তার ওই ঘোষণার পরই এই অনুমোদন দেয়া হলো। নিকলসন বলেন, “আমি বলবো এটা শুধু আমেরিকান মিশন নয়। ৩৯টি জাতি রয়েছে এখানে। আসলে আরও দুটো দেশ রয়েছে যারা যোগ দেয়ার প্রস্তাব দিয়েছে: আরব আমীরাত ও কাতার”। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবুলে সেনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ