Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াশে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

তাড়াশ বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের আব্দুল মাজেদের বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ওই গ্রামের প্রভাবশালী আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতনের শিকার আব্দুল মাজেদ।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মাজেদের ভাই আব্দুল ওয়াদুদ, তার ছেলে ফায়ছাল ও ইব্রাহীম এ ঘটনা ঘটিয়েছে। স্ত্রী-সন্তানদের নিয়ে আব্দুল মাজেদ শশুর বাড়িতে ছিলেন। সেই সুযোগে বুধবার দিনগত রাতের কোন এক সময়ে বসতঘরের টিনের চাল ও বেড়া ভাংচুর করা হয়। একই সঙ্গে লুটপাট করা হয়েছে স্বর্ণালংকার ও নগদ টাকা।
এ বিষয়ে তাড়াশ থানা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ