Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষের হামলায় দোকান ও বসতঘর ভাঙচুর আহত ২

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুরের জীবনদাশকাঠি গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে স্বপন হোসেনের বসতঘর ও ব্যবসায়ী স্বাধীন খলিফার দোকানে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় স্বপনের স্ত্রী হেপি বেগম ও তার ছেলে মেহেদি আহত হয়েছে। স্বাধীন খলিফা ও মেহেদি অভিযোগ করে জানান, প্রতিপক্ষ ইউসুফ হোসেনের ছেলে হাসান কয়েকদিন আগে স্বপন হোসেনের ছেলে মেহেদিকে উসকানি মূলক কথা বললে তাদের মধ্যে বাকবিত-া হয়। পরে বিষয়টি মিটিয়ে দিলেও ওই ঘটনার জেরে মঙ্গলবার রাতে প্রতিপক্ষ রফিক, হানিফ ও হাসানের নেতৃত্বে ১০/২০ জনের একটি দল মেহেদির ঘরে ও স্বাধীনের দোকানে হামলা চালায়। স্বাধীন খলিফা অভিযোগ করেন, তার দোকানে থাকা ৭৬ হাজার টাকা লুট ও ২০ হাজার টাকার মালপত্রের ক্ষতি হয়েছে। ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিপক্ষের হামলায় দোকান ও বসতঘর ভাঙচুর আহত ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ