রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাঝিষ্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬০ লাখ টাকা মুল্যের ৬’শ গ্রাম হেরোইনসহ চারজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, শৈলকুপার দুধসর চাঁদপুর গ্রামের নিয়ামত মন্ডলের ছেলে গড়াই পরিবহনের সুপারভাইজার লাল্টু মিয়া, একই উপজেলার ভাটবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে ও একই বাসের ড্রাইভার জামাল আক্তার, কুষ্টিয়া শহরের জেলখানা পাড়ার নুর আলীর ছেলে ও বাসের হেলপার জাহাঙ্গীর হোসেন ও মাগুরার শ্রীপুর উপজেলার দায়েরপোল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আমিরুল। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, সকাল সাড়ে ১০টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে আরাপপুর এলাকায় গড়াই পরিবহেনের (বাস নং ঢাকা মেট্রা-ব-১১-০৪৫৭) যাত্রবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের একটি গোপন ট্যাংকীর মধ্য থেকে ৬’শ গ্রাম হেরোইন উদ্ধার হয়। হেরোইনের প্রকৃত মালিককে খুজে না পেলেও গোপন স্থানে মাদক রাখার সাথে বাসের স্টাফদের সংশ্লিষ্টতার থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা রাসেল আলী জানান, এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি নিয়মিত মামলা করা হবে। তিনি বলেন হেরোইনের এই চালানের সাথে জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।