বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রস্তাবিত বাজেটে যুদ্ধাহত ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, তাদের স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দ সামাজিক সুরক্ষার আওতাধীন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সামাজিক সুরক্ষার ১৩ খাতে বরাদ্দের বিষয়ে প্রস্তাব করেন। এর মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা খাত।
প্রস্তাব অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী, উৎসব ভাতার পাশাপাশি নববর্ষে ২ হাজার টাকা করে দেয়া হবে। জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবসে ৫ হাজার টাকা ভাতা চালু হবে।
বাজেটে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা ৫০০ থেকে ৮০০ টাকায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া ভাতার সময়সীমা ২থেকে ৩বছর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভাতাভোগীর সংখ্যা ৬ লাখ থেকে ৭ লাখে বৃদ্ধি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।