Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধার জয়, আরামবাগের ড্র

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কেএফসি স্বাধীনতা কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। দিনের অন্য ম্যাচে ড্র করে মাঠ ছেড়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারায় ব্রাদার্সকে। বিজয়ীদের পক্ষে জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড আহদেম কোলো মুসা। ম্যাচের ৪০ মিনিটে মিডফিল্ডার তৌহিদুল আলমের থ্রু পাসে মার্কারকে কাটিয়ে জয়সূচক গোলটি করেন তিনি। প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা ০-২ গোলে হেরেছিলো শেখ রাসেলের কাছে। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারালেও পরের ম্যাচে শেখ জামালে কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ১-১ গোলে ড্র করে ফেনী সকারের বিপক্ষে। যদিও ম্যাচের ৫৯ মিনিটে গোল করে মতিঝিল পাড়ার ক্লাবকে এগিয়ে দেন আবদুল্লাহ। তবে মিনিট ছয়েক পরেই গোল শোধ করে ম্যাচ সমতায় ফেরান ফেনী সকারের ইকবাল। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে আরামবাগের ফুটবলারদের উপর বার বার চড়াও হলে দু’টি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফেনী সকারের ইফতেখারুলকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধার জয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ