Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সাও হারলো, রিয়ালও জিতলো

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আরেকটি ধাক্কা খেলো মৌসুমের শুরু থেকে অদম্য গতিতে এগিয়ে চলা বার্সেলোনা। লা লিগায় চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারের পর গেলপরশু রিয়াল সোসিয়েদাদের মাঠে একমাত্র গোলে হেরে গেছে বর্তমান চ্যম্পিয়নরা। সোসিয়েদাদ ২০১১ সালে আবার স্পেনের শীর্ষ লিগে ফেরার পর তাদের মাঠে কোনো ম্যাচ জিততে পারল না বার্সেলোনা। সান সেবাস্তিয়ানে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হারল মেসিরা। লিগে বার্সেলোনার টানা দুই হারের সুযোগে ব্যবধান কমিয়ে শিরোপা লড়াই জমিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। রাতের আগের ম্যাচে অঁতোয়ান গ্রিজমান, ফার্নান্দো তোরেস ও কোকের গোলে এসপানিওলকে ৩-১ ব্যবধান হারিয়েছে অ্যাটলেটিকো। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার (৭৬) পেছনেই আছে ডিয়েগো সিমেওনের দল। আরেক ম্যাচে এইবারকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭২। লা লিগায় আবারও বড় ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যে দুর্বল এইবারকে পেয়ে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের দল। ঘরের মাঠে একটি গোল করা ছাড়াও দুটি গোলে সহায়তা করেন রিয়ালের সেরা তারকা রোনালদো। এই নিয়ে এবারের লিগে ৯ বার চার গোল বা তার বেশি ব্যবধানে জিতল স্পেনের সফলতম ক্লাবটি। লুইস এনরিকের দলের চেয়ে অ্যাটলেটিকো ৩ ও রিয়াল ৪ পয়েন্ট পিছিয়ে; হাতে আছে আরও ছয়টি ম্যাচ।
রিয়ালের সহজ এই জয়ে উল্ফসবার্গের বিপক্ষে আগামীকাল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের আগে আত্মবিশ্বাস ফিরে পেল রোনালদো-পেপেরা। প্রথম পর্বে ২-০ গোলে হারায় শেষ চারে উঠতে ৩ গোলের ব্যবধানে জিততে হবে তাদের।
চোটের কারণে প্রায় সাত মাস বাইরে থাকার পর ফিরেই দলকে জয়ের আনন্দে ভাসালেন সামির নাসরি। এই ফরাসি মিডফিল্ডারের দ্বিতীয়ার্ধের জয়সূচক গোলেই ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। লিগে গত সাত ম্যাচের চারটিতেই হারা সিটি নিজেদের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে। তবে আগুয়েরো আর নাসরির গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে গত চার মৌসুমে দু’বার শিরোপা জেতা সিটি। এই জয়ে চতুর্থ স্থানে থাকা দলটির পয়েন্ট বেড়ে হলো ৩২ ম্যাচে ৫৭।
এদিকে, ইপিএলে অনেক দিন ধরেই অদম্য চেলসিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে সোয়ানসি সিটি। শুরুটা একটু এলোমেলো করলেও নিজেদের মাঠে ধীরে ধীরে গুছিয়ে নেয় সোয়ানসি। প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচ পর হারের মুখ দেখা চেলসি ৩২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দশম স্থানেই আছে। এক ম্যাচ বেশি খেলে সোয়ানসির পয়েন্ট ৪০। দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ৩-৩ গোলে ড্র করে ফেরে আর্সেনাল ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সাও হারলো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ