Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগরে লঘুচাপের সম্ভাবনা আগামী সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টিতেও ভ্যাপসা গরম

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : বর্ষারোহী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে গতকালও (মঙ্গলবার) দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এদিকে আবহাওয়া বিভাগ জানায়, আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র দেশে বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে ক্রমেই বর্ষণের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বর্তমানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার হার (ঢাকায় ৬২ শতাংশ) বেশি থাকায় বৃষ্টি সত্তে¡ও দেশের অধিকাংশ জায়গায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ফেনী ও খেপুপাড়ায় ৫২ মিলিমিটার। এছাড়া ঢাকায় ১ মিমি, চট্টগ্রামে ৮ মিমি, হাতিয়ায় ১৭ মিমি, কুমিল্লায় ১০ মিমি, রাজশাহীতে ২৫ মিমি, মংলায় ৩৬ মিমি, ভোলায় ২৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা ৩৫.১ এবং ২৪.৬ ডিগ্রি সে.।
আগামীকাল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার বায়ু প্রবাহ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বিস্তার লাভ করেছে। মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার অনুকূলে রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাগর

২২ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ