Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাজিয়া ফেরদৌস

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বৈশাখী  উৎসব

বৈশাখে জমে বেশ
বৈশাখী মেলা,
নাগর দোলার সাথে
পুতুলের খেলা।
নানা রঙে সাজে দেখো
বাংলার বাড়ি;
রমণীরা পরে দেখো
লাল-সাদা শাড়ি।
পান্তা-ইলিশ খায়
সকলে প্রভাতে;
বৈশাখ এলে সবে
উৎসবে মাতে।


এফ. এম. শামীম
এলো বৈশাখ

নব রূপে বৈশাখ আবার
                এলো ধরার মাঝে,
সেজেছে তাই প্রকৃতি যেন
                অরূপ মায়াবী সাজে।
গাছে গাছে ফুটল যে ফুল
                গোলাপ বেলী জুঁই,
তাই দেখে আজ মনটা চায়
                একটুখানি  ছুঁই।
নতুন ফলের মুকুল গাছে
                আম কাঁঠাল আর লিচু,
সেই ভরেতে ডাল পালা সব
               হয়ে আছে নিচু।
বৈশাখ মাসে পাখ পাখালি
               গায় যে নতুন গান,
সেই সুরেতে মুগ্ধ সবাই
               ব্যাকুল সবার প্রাণ।
বৈশাখ আসে বছর ঘুরে
               ভরতে সবার মন,
তাই তো তোমায় হাজার সালাম
                জানাই সর্বজন।


ফারুক হাসান
মেঘ বৃষ্টির খেলা

ওই আকাশে পরীর নাচন
বাতাস বাজায় নূপুর।
সূর্য ছটায় রোদের আগুন
সকাল বিকাল দুপুর।

দুপুর বেলায় ছুটতে থাকে
শুদ্র মেঘের ভেলা
জমে উঠে তখন দারুণ
মেঘ বৃষ্টির খেলা।

খেলতে গিয়ে হার মেনে যায়
মেঘের কাছে রোদ
সেই সুযোগে মেঘ নিয়ে নেয়
দারুণ প্রতিশোধ।


বাতেন বাহার
নববর্ষ

একুশ হাজার নয়শত দিন আগে
আমার বয়স ছয় বা সাতের মতো
পথ চলেছি মাঠের অনুরাগে...
মাঠের ফসল মুছতো মনের ক্ষত!
এমনি করে আসতো বোশেখ মাস
সেই খুশিতে নাচতো চরের ঘাস।
ধান কাউনের শ্যাম সোনালি মেলা
মেলার পাশে আম কাঁঠালের বন
বনের ভেতর পাখির উড়াল খেলা
খেলায় মেলায় মধুর আয়োজন।
এমনি দিনে বট পাতাতে চিঠি
বর্ষবরণ মেলায় মনের দিঠি।
বর্ষবরণ দিনের প্রথম ভোরে
পান্তা ইলিশÑ শেষে মিঠাই দধি
সুর সঙ্গীত হাট বা পথের মোড়ে
ভোর থেকে রাত লোকারণ্য গদি।
পুরান ঘরে লাগতো নতুন রঙ
গল্প কথায় কাটতো মনের জঙ।
জ্বলতো মেলায় ভালোবাসার আলো
আলোয় আলোয় ভরতো মনের ভাঁজ
সন্ধ্যে বাতি সরিয়ে মনের কালো
পরিয়ে দিতো নতুন দিনের সাজ।
যার কোথাও ছিল না কোনও খাদ
আজও সেদিন ভাঙে খুশির বাঁধ। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাজিয়া ফেরদৌস

১১ এপ্রিল, ২০১৬
আরও পড়ুন