Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রাধান্য পাবে পরমাণু নিরস্ত্রীকরণ

ট্রাম্প-কিম বৈঠক ১২ জুন স্থানীয় সময় সকাল ৯টায়

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং সিঙ্গাপুরে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় বৈঠকে বসবেন। তবে পারমাণবিক পরীক্ষা বন্ধ না করলে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র। তবে বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুটিই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে ধারণা করা হছে। যদিও কয়েকজন বিশেষজ্ঞের দাবি, কোরীয় যুদ্ধের অবসানও এই আলোচনার মধ্য দিয়েই হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনের মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও খুব বেশি তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এখনও জানা যায়নি সিঙ্গাপুরের কোন শহরে তারা বৈঠক করবেন। তবে সোমবার হোয়াইট হাউস মুখপাত্র সারাহ স্যান্ডার্স বৈঠকের সময়সূচি জানিয়ে বলেছেন, ‘আমি আপনাদেরকে সময়সূচিও জানিয়ে দিতে পারি। ১২ জুন স্থানীয় সময় সকাল ৯টায় প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে এক সিনিয়র উত্তর কোরীয় কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, তিনি আর ‘নিষেধাজ্ঞা’ শব্দটি ব্যবহার করতে চান না। কারণ উত্তর কোরিয়া এখন সহযোগিতামূলক আচরণ করছে। তিনি বলেন, নতুন কোনও নিষেধাজ্ঞার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র। তবে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা থাকবে কি না সে বিষয়ে জানতে চাইলে সোমবার সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের বলেন, তারা এখনও আগের অবস্থানেই আছেন। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ