Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম-হাটহাজারী সড়কে তীব্র যানজট

ঈদে ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

হাটহাজারী (চট্টগ্রাম) থেকে আসলাম পারভেজ : চট্টগ্রাম-রাঙামাটি-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গন্তব্যের প্রায় সবগুলো মহাসড়কগুলোতে কমবেশি যানজটের আবর্তে পড়েছে। আসন্ন ঈদে ঘরমুখী মানুষ একদিকে থেমে থেমে বৃষ্টি, অন্যদিকে যানজটে নাকাল হচ্ছেন। যাত্রার শুরুতেই অনাহুত ভোগান্তিতে মানুষের চোখেমুখে এক রাশ বিরক্তি। অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধা ও শিশুরা। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মধ্যে হাটহাজারী পৌরসভার মীরেরহাট ও এগার মাইল পর্যন্ত প্রায় সময় তীব্র যানজট লেগেই থাকে। এই দীর্ঘ যানজটের মূলকারণ হলো সড়কের উপর দোকান বসানো, যেখানে সেখানে পাকিং করা, সড়কের মাঝ পথেই যাত্রী উঠা-নামাসহ পৌর এলাকায় মহাসড়কের উপড়ে অবৈধ ব্যাটারি চালিত রিক্সার কারণে প্রতিদিনই এই যানজট লেগেই থাকে।
ঈদে বিশেষ করে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহনগুলো। এই দুই পার্বত্য জেলাসহ ২২টি সড়ক-মহাসড়কে ছোট বড় গাড়ি চলাচল করে থাকে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ থাকায় সড়কগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের পাশে আবার কিছু কিছু জায়গায় সড়কের উপর দোকান বসায় এই যানযটের কারণ বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। সড়ক-মহাসড়কে যানযট নিরসণের জন্য ট্রাফিক পুলিশের পাশা-পাশি জেলা পুলিশের বিশেষ টিমও কাজ করছে। তবে এই যানযটকে কেন্দ্র করে সড়কের বিভিন্ন স্থানে চাঁদাবাজীর অভিযোগ করছেন অনেকে।
হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম বলেন, ঈদের কেনা-কাটা করতে আসা মানুষের ভীড় বৃদ্ধি পেয়েছে। পাশা-পাশি সড়কের বিভিন্ন জায়গায় দোকান বসানো, যত্রতত্র গাড়ি পাকিং ও অতিরিক্ত যানবাহ বৃদ্ধি পাওয়ায় তীব্র যানজট লেগে থাকছে। তবে সড়কে ট্রাফিক পুলিশের সাথে আরো অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানান তিনি।
ঈদে বাড়ি ফিরতে এরই মধ্যেই দুই পার্বত্য জেলাসহ বিভিন্ন উপজেলা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। পাশাপাশি সড়কে পণ্যবাহী যান চলাচলও বেড়েছে। মহাসড়কের উন্নয়ন কাজ, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, ভারী বৃষ্টিপাত ও সড়ক সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়ে যানজট বেড়েছে। বৃষ্টিতে খানাখন্দ আরো গভীর হচ্ছে। গর্তে পড়ে বিকলও হচ্ছে অনেক গাড়ি, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে সেগুলো সরাতে আবার বেগ পেতে হচ্ছে পুলিশকে। এছাড়া অতিরিক্ত পণ্যবহন করতে গিয়ে যান বিকল হয়ে যাওয়ায় প্রায় সবগুলো মহাসড়কে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। আরো রয়েছে ওভারটেক, যত্রতত্র যাত্রী ওঠা-নামা করা এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং এর কারণে সৃষ্ট হচ্ছে যানজট। ঈদের সময় ঘরমুখী মানুষের চাপ বেশি থাকায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
এদিকে পরিবহন ও নগর সংশ্লিষ্টরা জানায়, গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে যানজট শুরু হয়। মহাসড়কের হাটহাজারী উপজেলার নাজিরহাট বাজার, ফরহাদাবাদ বাজার, কাটিরহাট বাজার, সরকাহাট বাজার, চারিয়া, মীরেরহাট, হাটহাজারী পৌর সদর, বাজার, বাসষ্টেশন, কলেজ গেইট, চবি ১ নম্বর গেইট, নন্দীরহাট, চৌধুরী হাট, ফতেয়াবাদ, বড়দীঘির পাড়, আমান বাজার, বালুছড়া ও অক্সিজেন মোড় পর্যন্ত প্রায় ১২/১৩ কিঃমিঃ এলাকায় তীব্র যানজটে আটকে থাকা যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে যানজটে আটকে এ্যাম্বুলেন্সে থাকা রোগী, নারী, বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগের শেষ নেই। পাশা-পাশি পৌর এলাকায় আনুমানিক দুই হাজারের অধিক অবৈধ ব্যাটারি চালিত রিক্সা থাকায় যানজট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। এই রিক্সা গুলোর বিরুদ্ধে আদালত কর্তৃক অবৈধ বলে বন্ধ করার নির্দেশ দিলেও এই নির্দেশ মানছেনা। খোদ সংশ্লিষ্ট প্রশাসন। কি ভাবে আদালতের আইন উপেক্ষা করে এই রিক্সা গুলো চলছে তাহা নিয়ে জন-মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এই রিক্সা গুলো হতে মাসিক টাকা নিয়ে একটি মহল প্রশাসনের সাথে আলোচনা করে এই রিক্সা গুলো চলছে বলে জানা যায়। স্থানীয়রা জানায়, যাই হোক আদালতের আইন অমান্য করে এই রিক্সা গুলো সড়কের উপর অবৈধ ভাবে চলাচলা করার অনুমতি কে দিল?
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম সুপ্রভাত কে বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ একটু বেশি। আমরাও সর্বাক্ষণিক খোজ খবর রাখছি।



 

Show all comments
  • কাওসার আহমেদ ৬ জুন, ২০১৮, ২:৫৫ এএম says : 0
    সারা দেশেই যানজট
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

১৯ জানুয়ারি, ২০২৩
৯ জানুয়ারি, ২০২৩
১৯ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ