মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবী ধারণাতীত গরম হতে পারে। গবেষকদের ধারণা ছিল পৃথিবীর তাপমাত্রা ২ দশমিক ১ ডিগ্রি থেকে ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে বর্তমান গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা আরো বাড়তে পারে। ইয়েল ইউনিভার্সিটি ও লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। চলতি সপ্তাহে সায়েন্স জার্নালে এটি প্রকাশিত হয়েছে। গবেষকরা দেখেছেন, কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দ্বিগুণ হওয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা কি পরিমাণ উষ্ণ হতে পারে। ইয়েল ইউনিভার্সিটির গবেষক আইভি টান বলেন, গবেষণায় দেখা গেছে, জলবায়ুর সংবেদনশীলতা চার ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে পাঁচ থেকে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। গবেষকরা বলেন, মেঘমালা ধারণার চেয়ে বেশি উষ্ণ হচ্ছে। নাসা ও ডিপার্টমেন্ট অব এনার্জি অফিস অব সাইন্স’র অর্থায়নে এ গবেষণা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।