মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জালিয়াতি ঠেকাতে সব ধরনের আর্থিক লেনদেনে আঙুলের ছাপ চালু করতে যাচ্ছে জাপান। গ্রাহকদের আমানত নিরাপদ রাখতেই এ পদ্ধতি গ্রহণ করা হচ্ছে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে। এর মধ্যেই দেশটির এওন ব্যাংক আঙুলের ছাপে লেনদেন কার্যক্রম শুরু করেছে। এ গ্রীষ্মের মধ্যেই দেশটির সব ব্যাংক আঙুলের ছাপে লেনদেনের ব্যবস্থা চালু করতে পারে বলে খবর দিয়েছে স্থানীয় দৈনিক ইয়ুমিউরির। ২০২০ সালে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিককে সামনে রেখে জাপান নিরাপত্তামূলক যেসব কার্যক্রম গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম হলো আঙুলের ছাপে লেনদেন ও কেনাকাটা। শুধু ব্যাংক নয়, হোটেল এবং দোকানে কেনাকাটায়ও বিদেশিদের আঙুলের ছাপ প্রয়োজন হবে। খবরে বলা হয়, ইতোমধ্যে এ পদ্ধতিতে সবাইকে অভ্যস্ত করে তুলতে আঙুলের ছাপে লেনদেন শুরু করেছে জাপানের এওন ব্যাংক। গোটা জাপানে ব্যাংকটির সাড়ে পাঁচ হাজার এটিএম বুথ রয়েছে। উল্লেখ্য, গত মার্চ মাসের শেষের দিকে টোকিওভিত্তিক এওন ব্যাংক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এ পদ্ধতিতে গ্রাহকসেবা শুরু করেছে। ওদিকে, ব্যাংকের পাশাপাশি তিনশটি কনভিনিয়েন্ট স্টোর, হোটেল, রেস্টুরেন্টে কেবলমাত্র আঙুলের ছাপ দিয়ে লেনদেন পদ্ধতিও শুরু হয়েছে। বর্তমানে দেশটির পর্যটন এলাকা হিসেবে খ্যাত শিজওকা, হাখোনে, কামাকুরা, কানাগাওয়া, ইয়াকুরা প্রদেশে এ পদ্ধতি চালু রয়েছে। এওন ব্যাংক কর্তৃপক্ষ বলছে, প্রথমবারের মতো ব্যাংক ও কেনাকাটার লেনদেনে আঙুলের ছাপ পদ্ধতি চালু করা হয়েছে। গ্রাহকদের এটি বড় ধরনের সুবিধা দিচ্ছে। টাকা হারানোর কোনো ভয় নেই। এমনকি এটিএম কার্ড জালিয়াতির কোনো সুযোগ থাকছে না। ফলে গ্রাহকরা সুবিধামতো এটিএম মেশিন থেকে অর্থ উত্তোলন করতে পারছে। জাপানে অনুষ্ঠেয় ২০২০ সালের অলিম্পিক গেমসকে সামনে রেখে, বিদেশি পর্যটকদের একধাপ বাড়তি সুবিধা দিতে আঙুলের ছাপে লেনদেন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিনজো আবের সরকার মনে করছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।