মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের আরও ২০০ রাজ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এর আগে, মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি দেশটির কারাগারে আটক ১১৩ রাজবন্দির প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদেরকে মুক্তির নির্দেশ দিয়েছেন। অথচ একই দিনে দেশটিতে দুই মুসলিম মানবাধিকার কর্মীকে কারাদ-ের নির্দেশ দেয়া হয়েছে। গত নভেম্বরে নির্বাচনে সুচির নেতৃত্বাধীন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় তিনিই কার্যত মিয়ানমার পরিচালনা করছেন। মিয়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষের আগে রাজবন্দিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। দেশটিতে সাধারণভাবে নববর্ষের আগে বন্দিদের মুক্তি দেয়ার প্রচলন রয়েছে। এদিকে, রাজবন্দিদের মুক্তি ঘোষণা করার দিনটিতে মিয়ানমারের দুই মুসলিম মানবাধিকার কর্মীকে দুই বছর করে সশ্রম কারাদ- দেয়া হয়েছে। সরকারবিরোধী একটি জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের দায়ে জাও জাও লাত এবং উইন্ড পিউ লাতকে এ কঠোর শাস্তি দেয়া হয়। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।