Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

লা-মাযহাবী ও সালাফীদের উদ্দেশ্য মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করা -ঢাকা মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম বলেছেন, ইসলামের মিমাংসিত বিষয়াবলী নিয়ে নতুন করে ভিন্নমত পোষণ করা এবং সহীহ হাদীস আর দুর্বল হাদীসের সংজ্ঞা-জ্ঞান না থাকা সত্তে¡ও মসজিদে মসজিদে লা-মাযহাবী ও সালাফীদের বিশৃংখলা সৃষ্টি করা ইদানিং খুব বেড়ে গেছে। এমতাবস্থায় ধর্মপ্রাণ মুসলমানদেরকে মাযহাব মানার সিদ্ধান্তে অবিচল থেকে ঐক্যবদ্ধভাবে তথাকথিত এই লা-মাযহাবী ও সালাফীদেরকে প্রতিহত করতে হবে। মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরী করাই তাদের উদ্দেশ্য। অজ্ঞতা ও অন্ধ অনুসরণ থেকে তারা বিশৃংখলা চালাচ্ছে। গতকাল এক বিবৃতিতে মাওলানা এসব কথা বলেন। তিনি আরো বলেন, সিলেটে লা-মাযহাবী ও সালাফীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সর্বস্তরের মুসলমানেরা যেমনিভাবে একতাবদ্ধ হয়েছে তেমনিভাবে অন্যান্য স্থানেও যদি সর্বস্তরের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয় তাহলে তাদের বিশৃংখলা থেকে মুক্তি আসবে। তিনি আরো বলেন, ইমাম আবু হনিফা (রহ.)সহ তৎকালীন বিদগ্ধ মাশায়েখগণ আমাদের ধর্মকর্মে দিক-নির্দেশনা দিয়ে গেছেন। এ ধারাবাহিকতা এখনো আছে এবং ক্বেয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং তাদের পরামর্শে পরিচালিত হওয়টাই নিরাপদ রাস্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ