Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে পরোপকারী পুরুষদের বেশি পছন্দ করে নারীরা

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : একটি বিষয় পুরুষকে নারীর কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পারে, তা হলো পরোপকারিতা। সুদর্শন চেহারা অথবা হাস্যরস বোধের চেয়েও এটি নারীদের মনে দাগ কাটে বেশি। এ ব্যাপারে গত জানুয়ারিতে ইভল্যুশনারি সাইকোলজিতে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়। এতে ২০২ জন নারীর মতামত নেয়া হয়। এসব নারী বিভিন্ন পুরুষের সঙ্গে একত্রে থাকার পর তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। তারা বলেছেন, একত্রে থাকার সময়গুলোতে তারা জ্ঞানী ও সুদর্শন পুরুষদের সঙ্গে সময় কাটিয়েছেন, কিন্তু দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে তারা পরোপকারী পুরুষদেরই পছন্দ করেন। এ ক্ষেত্রে তারা কতটা সুদর্শন, জ্ঞানী এবং আর্থিকভাবে সচ্ছল ছিল, সেটি কোনো বিষয় নয়। গবেষণায় অংশ নেয়া ২০২ জন নারী জানান, তারা আকর্ষণীয় ও স্বার্থপর পুরুষের সঙ্গে খুব বেশি হলে একটি রাত কাটাতে পারেন। কিন্তু দীর্ঘমেয়াদে ভালো সময় কাটানোর জন্য একজন পরোপকারী ব্যক্তির বিকল্প নেই। এদিকে, ২০১৫ সালের জানুয়ারিতে প্রকাশিত অন্য এক গবেষণায় দেখা যায়, যারা ভালো আচরণ করে, তাদের সাথে সম্পর্ক পরবর্তী বছরও টিকে গেছে এদের বিপরীত চরিত্রের পুরুষদের তুলনায়। এর আগেও বহু গবেষণায় দেখা গেছে, সঙ্গী নির্বাচনে পরোপকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ ছাড়া হাস্যরস বোধ ও বুদ্ধিমত্তার মতো অন্যান্য বৈশিষ্ট্যও এ ক্ষেত্রে ভূমিকা রাখে। এদিকে ২০১৩ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল, বিশেষ করে দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে অন্য সব বৈশিষ্ট্যের চেয়ে মহত্ত্ব বা ঔদার্য বিশেষ ভূমিকা রাখে। বিজনেস ইনসাইডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে পরোপকারী পুরুষদের বেশি পছন্দ করে নারীরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ