প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় তৈরি হচ্ছে বিটিভির এবারের ঈদ আনন্দমেলা। ভিন্নধর্মী এই উপস্থাপনার উপস্থাপক থাকবেন তুষার খান, রোজী সিদ্দকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকী। সঙ্গে থাকছেন শহীদুজ্জামান সেলিম ও বৃন্দাবন দাস। নাটকীয়তার মাধ্যমে উপস্থাপনা করা হবে। উপস্থাপক হিসেবে মঞ্চে থাকার কথা রোজী সিদ্দিকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকীর। সময় বয়ে যায় কিন্তু এখনো সেটে পৌঁছাননি তারা। বাধ্য হয়ে মঞ্চে আসেন তুষার খান। অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের ফাঁকে অনুসন্ধানে জানা যায়, তিন নারী উপস্থাপকের সেটে সময় মতো আসতে না পারার কারণ। অন্যতম কারণ মেকআপ শেষ না হওয়া, তার সঙ্গে যোগ হয়েছে ট্রাফিক জ্যাম। এমন নানা ঝক্কি পেরিয়ে এক সময় তারাও হাজির হন সেটে। চলতে থাকে অনুষ্ঠান। এবারের আনন্দমেলায় থাকছে বেশ কজন নারীর সাফল্য গাঁথা। আরো থাকছে তারকা শিল্পীদের গান, নাচ, মনকাড়া পরিবেশনা, মজার আর শিক্ষামূলক নাটিকাসহ নানা আয়োজন। বিটিভি মহাপরিচালক এসএম হারুণ অর রশীদের পরিকল্পনায় এবারের ঈদ আনন্দমেলা পরিচালনা ও প্রযোজনা করছেন মাহফুজা আক্তার। প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।