Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটকীয় গান নিয়ে লুবনা লিমির ভিন্ন আঙ্গিকের তৃতীয় একক অ্যালবাম

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভালোবাসা দিবসে সঙ্গীতশিল্পী লুবনা লিমির প্রকাশিত হচ্ছে তৃতীয় একক অ্যালবাম ‘গান, গল্প ও ভালোবাসা’। ব্রেথ ইভেন্টস’র সহায়তায় এটি প্রকাশ করবে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। লুবনা লিমি জানান, গানের অ্যালবাম হলেও এটি একেবারেই গতানুগতিক কাজের বাইরে গিয়ে একটি প্রচেষ্টা। অ্যালবামে শ্রোতারা মূলত হৃদয় ছুঁয়ে যাবার মতো একটি ভালোবাসার গল্প শুনতে পাবেন। তার ফাঁকে অনুভূতির সাথে তাল মিলিয়ে বাজবে গান। তিনি বলেন, আমি বরাবরই ব্যতিক্রমী কিছু কাজ করার চেষ্টা করি। সেই ভাবনা থেকেই দেশের শ্রোতাদের জন্য প্রথমবারের মতো নাটকধর্মী গানের অ্যালবামের আয়োজন করেছি। এখানে একটি গল্প বলার চেষ্টা করেছি। যেখানে শাশ্বত প্রেম আছে, আছে আসবার ও থাকবার আর্জি। সেই গল্পকে ক্যানভাস করেই গান গেয়েছি। আমার বিশ্বাস সবার ভালো লাগবে গল্পে গল্পে ভালবাসার গানগুলো। তিনি জানান, শ্রোতারা অ্যালবামে একলা আমি, মন যাযাবর, পাগলামি, কেন দূরে যাও তুমি, না তুই না, কলঙ্ক, উপসংহার এবং একটা নতুন গল্প শিরোনামের ৮টি গান শুনতে পাবেন। কণ্ঠ দেয়ার পাশাপাশি সবগুলো গানের কথা লিখেছেন শিল্পী নিজেই। সুরও করেছেন তিনি। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন সেতু চৌধুরী। এরইমধ্যে অ্যালবাম প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছেন লুবনা লিমি। তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি থেকেই দেশের সর্বত্র অডিও বাজারে পাওয়া যাবে অ্যালবামটি। উল্লেখ্য, ২০১৩ সালে সত্যি বলছি ৬ নামে একক অ্যালবাম দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা করেন লুবনা লিমি। এরপর সেই অ্যালবামের সাফল্যে অনুপ্রাণীত হয়ে গত বছরের মাঝামাঝিতে প্রকাশ হয় লিমির দ্বিতীয় একক অ্যালবাম একটুখানি ঘুম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটকীয় গান নিয়ে লুবনা লিমির ভিন্ন আঙ্গিকের তৃতীয় একক অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ