Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালে অগ্নিকান্ড: ক্ষতিপূরণের দাবিতে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

আমদানিকরা এসিডের ড্রাম বিস্ফোরিত হয়ে বেনাপোল বন্দর ট্রাক টার্মিনালে গতকাল রোববার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে বেনাপোল, ঝিকরগাছা ও যশোর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। বেনাপোল বন্দরের ডাইরেক্টর আমিনুল ইসলাম জানান, ট্রাক টার্মিনালে ভারত থেকে আসা আমদানিকৃত পণ্য বোাঝাই ট্রাক অবস্থান করে থাকে। নিয়ম বহির্ভূতভাবে ভারত থেকে আমদানি করা বিভিন্ন যানবাহনের চেসিস, ও তৈরি মোটর সাইকেল রাখা হয় টার্মিনালের অভ্যন্তরে। আর এক পাশে ছিল এসিড জাতীয় পদার্থ। রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ করে এসিডের ড্রাম বিস্ফোরিত হয়ে পাশের একটি পণ্য বোঝাই ট্রাকে পড়লে আগুনের সূত্রপাত ঘটে। শুক্র ও শনিবার ছুটি থাকায় বন্দরের অভ্যন্তরে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক রেখে চালকরা চলে যায় তাদের নিজ বাড়িতে। একটি ট্রাক থেকে ১০-১২টি ট্রাকে আগুন লেগে তুলা, সুতা, মটর পার্টস ও কেমিকেল পণ্য পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বেশ কিছু মোটর সাইকেল পুড়ে যায়। আগুনের খবর পেয়ে যশোরের জেলা প্রশাসক আব্দুল আউয়াল, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী, বন্দর পরিচালক আমিনুল ইসলাম, ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম আরো জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা হতে পারে । তবে বন্দর কর্র্তপক্ষ অগ্নিকান্ডের ঘটনায় ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে বেনাপোল বন্দরে অগ্নিকান্ডে পণ্যবোঝাই ১০টি ভারতীয় ট্রাক পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে রোববার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারতীয় ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। ভারতীয় সি এন্ড এফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, বেনাপোল বন্দরের অগ্নিকা্ডের ঘটনায় ১০টি ভারতীয় পণ্যবোঝাই ট্রাক পুড়ে যাওয়ায় ক্ষতিপ‚রণ না পাওয়া পর্যন্ত আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার সাঈদ আহম্মেদ রুবেল জানান, ভারতীয় ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ক্ষতিপূরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমদানি রফতানি বাণিজ্য রেখেছে। তবে বেনাপোল বন্দরে মালামাল ওঠা নামাসহ সব ধরনের কাজ কর্ম স্বাভাবিক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ