Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

রাজনৈতিক সামাজিক সুশীল সমাজের এবং এতিমদের নিয়ে আয়োজিত ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ইফতার পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আ.লীগের জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভ‚ঁইয়া এমপি বলেছেন, সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস। এমাসে পবিত্র কোরআন নাজিলসহ মুসলিম জাহানের জন্য আল্লাহ সব কিছুই করেছেন। তাই এবাদতের মাসে আমরা আমাদের নেক হাসিলের জন্য কাজ করবো। তিনি বলেন, জেল খানা থেকে মুক্তি পাওয়ার পর আমরা যেভাবে আনন্দিত হই। তেমনি পৃথিবী নামক জেলখানা থেকে মুক্তি পেতে হলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আজকের ইফতার মাহফিলে সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে এবং এতিমদের উপস্থিতির মাধ্যমে আসুন আমরা আমাদের আল্লাহকে সন্তুষ্টির জন্য কাজ করি।
প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি ফারুক আহমদের পরিচালনায় আলোচনা পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নিবার্হী অফিসার এ. এই. এম মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, যুগ্মসম্পাদক ও ভাইসচেয়াম্যান ওয়াহিদুর রহমান রানা, ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুল হক, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ অ্যাড. শাহআলম, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান। এছাড়া ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও প্রেসক্লাব উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান সকল সংবাদকর্মীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সি.যুগ্মআহ্বায়ক হাজী সফিকুর রহমান, মহিউদ্দিন ভূইয়া ইরান, সাবেক পৌর প্রশাসক শফিকুল ইসলাম পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌর বিএনপি সাধারন সম্পাদক আমানত গাজী, বিশিষ্ট ঠিাকাদার ইমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল প্রমুখ। এছাড়া ইফতারে ফরিদগঞ্জ সদর এতিমখানায় এতিমরা অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা ইউনুছ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেসক্লাবের


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ