Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কৃষ্ণ সভাপতি মনু সাধারণ সম্পাদক

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের ২০১৬-১৮ বর্ষের কার্যনিবাহী কমিটির নির্বাচনে পুনরায় কৃষ্ণ কুমার চাকী (দৈনিক করতোয়া) সভাপতি ও রবিউল কবির মনু (দৈনিক ইনকিলাব) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার স্থানীয় ডাকবাংলোয় প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকীর সভাপতিত্বে ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সম্মানিত সদস্য গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মোহাম্মদ হোসেন ফকু, মোহাম্মদ সেলিম, শাহরিয়ার খসরু লাবলুসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় পূর্ণাঙ্গ গঠনতন্ত্র অনুমোদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরেরর জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি গোপাল মোহন্ত, রফিকুল ইসলাম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণু নন্দী, শাহ আলম সরকার সাজু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল সুমন, কোষাধ্যক্ষ খোকন আহম্মেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ডিপটি প্রধান, কার্যনির্বাহী সদস্য শামীম রেজা ডাফরুল, রফিকুল ইসলাম রফি, এবিএস লিটন, এসএম কবির রাসেল। সভায় প্রেসক্লাবকে গতিশীল করার লক্ষ্যে সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে প্রধান উপদেষ্টা, প্রখ্যাত শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন ফকু ও সুদিনের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহরিয়ার খসরু লাবলুকে উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কৃষ্ণ সভাপতি মনু সাধারণ সম্পাদক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ