Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়া আনোয়ারা বাঁশখালী সড়ক চার লেনে উন্নীত হবে -প্রতিমন্ত্রী জাবেদ

কক্সবাজার চট্টগ্রামের দূরত্ব কমবে ৬৭ কিমি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, কর্ণফুলী টানেল নির্মাণের পাশাপাশি পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক খুব শীঘ্রই চার লেনে উন্নীত করা হবে। এ সংক্রান্ত উন্নয়ন পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে আনোয়ারা-বাঁশখালীর উপর দিয়ে কক্সবাজারের যানবাহন চলাচল করবে। কক্সবাজারের সাথে চট্টগ্রামের ৬৭ কিমি দূরত্ব কমে যাবে। দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ও আর্থ-সামাজিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। গত শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমদ, আওয়ামী লীগ নেতা আবু জাফর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ, যুবলীগের সভাপতি শওকত ওসমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একমাত্র দল হিসেবে দেশে ধারাবাহিক সরকার ব্যবস্থায় থেকে বাংলাদেশকে উন্নয়নে অবিশ্বাস্যভাবে এগিয়ে নিয়ে গেছে। বিশ্বে দরবারে বাংলাদেশ নতুন পরিচিতি লাভ করেছে। আর এ উন্নয়নের গর্বিত কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তার আন্তরিক সহযোগিতায় আনোয়ারা-কর্ণফুলীতে অসম্ভবকে সম্ভব করেছি। কর্ণফুলী উপজেলা পরিষদ বাস্তবায়ন, ২৮০ কোটি টাকার বেড়িবাঁধের উন্নয়নে মেগাপ্রকল্প, শতভাগ বিদ্যুৎ উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন, টানেল ও ইকনোমিক জোনসহ আনোয়ারা-কর্ণফুলী বাংলাদেশের মডেল উপ-শহরে উন্নীত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ