Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রাবাড়ি-মাওয়া-শিবচর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে জোরেশোরে

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

এম সাঈদ আহমাদ, শিবচর (মাদারীপুর) থেকে : যাত্রাবাড়ি-মাওয়া-শিবচর-ভাঙ্গা (ঢাকা-খুলনা) মহাসড়ক হালকা যানবাহনের জন্য চার লেনে উন্নীতকরণের কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পর কাজ চলছে জোরেশোরে। আর এতে হালকা যানবাহন চালক ও স্থানীয়দের মাঝে স্বস্তি বিরাজ করছে।
সরেজমিনে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে শনিবার যাত্রাবাড়ি-মাওয়া-শিবচর-ভাঙ্গা (ঢাকা-খুলনা)মহাসড়ক হালকা যানবাহনের জন্য চার লেনে উন্নীতকরণের কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এতে এ সকল এলাকার হালকা যানবাহন ও স্থানীয়দের মাঝে স্বস্তি বিরাজ করছে।
বিশেষ করে গরীব-দুঃখী হালকা যানবাহন চালকদের মাঝে উচ্ছ¡াস বইছে। তারা প্রধানমন্ত্রী ও সরকারের এ উদ্যোগকে দূরদর্শী ও সুদূরপ্রসারী বলে আখ্যা দিয়েছেন। এদিকে প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে প্রকল্পের কাজ চলছে জোরেশোরে। ইতোমধ্যেই প্রকল্পর এলাকা শনাক্ত করে সেখানে লাল ফরল্লা দিয়ে চিহ্নিত করা হয়েছে। স্থাপন করা হয়েছে আর্মি ক্যাম্প। চলছে ক্ষতিপূরণ নির্ণয়ের কাজ। সড়কটি যাত্রাবড়ি থেকে ৫৫ কিলোমিটার অর্থাৎ ভাঙ্গা পর্যন্ত হবে। ২০১৯ সালের ৩০ এপ্রিলের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। সেনাবাহিনী কাজটি বাস্তবায়ন করছে।
আলীম মিয়া নামের এক ইজিবাইক চালক বলেন, আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম যে, পদ্মা সেতু হলে আমরা কি করবো কারণ হাইওয়েতে তো হালকা যানবাহন চলতে দেবে না। আজ আমরা চিন্তামুক্ত হলাম।
ওই এলাকার প্রধান শিক্ষক আঃ ওহাব মিয়া বলেন, এটি প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে দেশের উন্নয়নের সাথে সাথে গরীব মানুষও কর্মমুখী থাকবে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর এই মহান উদ্যোগে শুধু এই ৪ জেলার মানুষই নয়, সারাদেশের মানুষই আজ উচ্ছ¡সিত। এ প্রকল্পের কাজ দ্রæতগতিতে চলছে। ইতোমধ্যেই প্রকল্পর এলাকা শনাক্ত করে সেখানে লাল ফরল্লা দিয়ে চিহ্নিত করা হয়েছে। স্থাপন করা হয়েছে আর্মি ক্যাম্প। চলছে ক্ষতিপূরণ নির্ণয়ের কাজ।
মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আঃ রহিম বলেন, এ প্রকল্পটি সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনী বাস্তবায়ন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাত্রাবাড়ি-মাওয়া-শিবচর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে জোরেশোরে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ