বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আওয়ামী পরিবারের সদস্য অসুস্থ আ.লীগ নেতা আব্দুল মন্নান মনাকে প্রধানমন্ত্রীর দেয়া ২ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ নেতা মো. নাছির এ চেক হস্তান্তর করেন। হৃদরোগে আক্রান্ত আব্দুল মন্নানের চিকিৎসার জন্য বিজিএমইএ নেতা মো. নাছির প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসা তহবিল থেকে ২ লাখ টাকার অনুদান দেন। গতকাল (শনিবার) সকাল ১১ টায় শোভনদন্ডী হাওয়া খানায় আনুষ্ঠানিকভাবে এই চেক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা সাবেক ইউ.পি সদস্য নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। ছাত্রলীগ নেতা ইরফান উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ নেতা মো. নাছির। বক্তব্য রাখেন সাবেক উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, আ.লীগ নেতা আশীষ তালুকদার, মহিউদ্দীন মহি, নাজিম উদ্দীন, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, মহিলা নেত্রী হাসিনা বেগম, রোকেয়া বেগম শোভনদন্ডী ইউপি আ.লীগের ওয়ার্ড সভাপতি ওসমান গণি আমির হোসেন প্রমুখ। এছাড়া গত শুক্রবার সকালে বিজিএমইএ নেতা মো: নাছির পটিয়া রয়েল কমিউনিটি সেন্টারে দুঃস্থ মহিলাদের মাঝে ইফতার ও সেহ্রী সামগ্রী বিতরণ করেন। বিকালে পটিয়ার বাহুলীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২ পরিবারকে আর্থিক অনুদান দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।