নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মহিলাদের দুই টুর্নামেন্টের বাছাই পর্বের ফিকশ্চার তৈরী করেছে। তারা অনুর্ধ্ব-১৬ ও ১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ড্র করেছে । শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এএফসির সদর দপ্তরে এই ড্র অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বর ও অক্টোবর দু’মাসে দু’টি টুর্নামেন্ট খেলবে মেযেদের বয়স ভিত্তিক দু’টি দল। ড্র অনুযায়ী অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ‘এফ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, আরব আমিরাত, বাহরাইন ও লেবানন। সময় নির্ধারন না হলেও ম্যাচের দিনক্ষন নির্ধারণ হয়েছে। ১৭ সেপ্টেম্বর বাহরাইন, ১৯ সেপ্টেম্বর লেবানন, ২১ সেপ্টেম্বর আরব আমিরাত ও ২৩ সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে নিজেদের মাটিতে লড়বেন বাংলাদেশের মহিলা ফুটবলাররা। এদিকে অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কোরিয়া, চাইনিজ তাইপে ও তাজিকিস্তান। তাজিকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টে ম্যাচের সময় নির্ধারণ না হলেও পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ অক্টোবর দক্ষিণ কোরিয়া, ২৬ অক্টোবর চাইনিজ তাইপে এবং ২৮ অক্টোবর স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে লড়বে লাল সবুজের মেয়েরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।