বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় শ্মশানের জায়গা জবর দখল করার অভিযোগে স্থানীয় জনগণের কাছে ক্ষমা চাওয়ার পর হাইকোর্টে রেহাই পেলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক। আদালতের কাছে দেওয়া অঙ্গীকার অনুযায়ী শিবগঞ্জের বানাইল শ্মশানের কমিটি ও স্থানীয় জনগণের কাছে ক্ষমা চাওয়ার পর সেই ছবি গত বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করে নিঃশর্ত ক্ষমা চাইলে আদালত তা মঞ্জুর করেন। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চে ক্ষমা করে দিয়ে এই আদেশ দেন। গতকাল রিটাকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ আদালতে উপস্থিত ছিলেন।শতবর্ষী শ্মশানের জায়গা দখলের চেষ্টা নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের সূত্র ধরে এ সংক্রান্ত রিট হয় হাইকোর্টে। সেই রিটের প্রেক্ষিতে জারি হওয়া রুলের নিষ্পত্তি হলো গতকাল। আদেশে আদালত বলেন, শ্মশানের মতো স্থানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। কিন্তু জবরদখলকারী ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হওয়ায় স্থানীয় প্রশাসন নিরাপত্তা দিতে আন্তরিক ছিল না।
২৭ মে শ্মশানের কমিটি ও স্থানীয় জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য ২য় বারের মতো সময় নিয়েছিলেন আজিজুল হক। তার আগে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২০ মে শ্মশানের জায়গা দখলের ঘটনার ব্যাখ্যা দিতে আজিজুল হাজির হলে আদালত তাকে ভৎর্সনা করেন। ওইদিন শুনানি শেষে আজিজুল হক শ্মশানের কমিটিসহ স্থানীয় জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য আদালতের কাছে অঙ্গীকার দিয়ে সময় চাইলে তা মঞ্জুর করেন। গত ২৩ মে শ্মশানের কমিটি ও স্থানীয় জনগণের উপস্থিতিতে একটি ব্যানার টানান আজিজুল হক। ক্ষমা চাওয়ার বিষয়টি সেখানে স্পষ্ট ছিল না। পরবর্তী সময়ে ২৫ মে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে আগের ব্যানার অপসারণ করে পৃথক আরেকটি ব্যানার ঝুলিয়ে দেন আওয়ামী লীগের এই নেতা। সেটিতেও ক্ষমা চাওয়ার বিষয় স্পষ্ট ছিল না। সর্বশেষ ঝুলানো ব্যানারের ছবি গত ২৭ মে আদালতে উপস্থাপন করে দখলের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চান আজিজুল হক। রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ ক্ষমা চাওয়ার বিষয়টি স্পষ্ট নয় বলে, আদালতের কাছে আপত্তি জানান। এরপর গত মে ২৯ ব্যানার ঝুলিয়ে শ্মশান কমিটি ও স্থানীয়দের কাছে ক্ষমা চান আজিজুল হক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।