রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পার্বতীপুর রেলওয়ে থানয় ২৪দিনে ব্যাপক মাদকদ্রব্য উদ্ধার ও মাদক বিরোধী অভিযান জোরদারসহ রেলঅঙ্গনে মাদক নির্মূলে অফিসার ইনচার্জ এস এম আরিফুল রহমান গত ৯ই মে এই থানায় যোগদানের পর থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সহ ৮টি মামলা দায়ের করেছে। এক প্রশ্নের জবাবে ওসি এসএম আরিফুল রহমান বলেন, মাদক এর বিরুদ্ধে জোরালো পুলিশি অভিযান চলছে এ অভিযান অব্যাহত থাকবে।
পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ১১৮ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: আতিনুর (২৭) কে গ্রেফতার করেছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুল রহমান জানান, রেলওয়ে পুলিশের বিশেষ শাখার গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের এস আই শাহ আলম ও এসআই আঃ ছাত্তারের নেতৃত্বে ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১১৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: আতিনুর (২৭) কে হাতে নাতে গ্রেফতার করা হয়। সে ফুলবাড়ী উপজেলার সজনপুকুর গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং জয়পুরহাট সদর থানা ও পার্বতীপুর রেলওয়ে থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক আইনে মামলা রয়েছে। সোমবার চিলাহাটি থেকে ঢাকাগামী যাত্রীবাহী আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে অবস্থানকালীন সময় কালো কাপড়ে মোড়ানো ফেন্সিডিলের প্যাকেট ঘাড়ে করে ট্রেনের ঙ নং বগিতে উঠানোর সময় ষ্টেশনে ওৎ পেতে থাকা রেলওয়ে পুলিশের সদস্যরা তাকে হাতে নাতে ধরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অন্য দু’জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১) বি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।