নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সিনিয়র ও জুনিয়র প্রায় দেড়শ’জন সার্ফার নিয়ে ২১ এপ্রিল শুরু হচ্ছে ব্র্যাক চিকেন দ্বিতীয় জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে তিনদিন ব্যাপী এ আসরের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ২৩ এপ্রিল সমাপনী দিনে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ফিরোজ রশিদ এমপি। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের ডিজিএম সেলস সাইফুর রহমান, সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পারভেজ আহমেদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে আগত সার্ফিং দ্য নেশন্স দলের প্রধান কেণ্ট উপস্থিত ছিলেন। এবারের জাতীয় সার্ফিং প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ব্র্যাক চিকেন। কো-স্পন্সর নভো এয়ার লিমিটেড। এছাড়া বাংলাদেশ টুরিজ্যম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ওশেন প্যারাডাইজ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন, নিসর্গ রিসোর্ট, অ্যাকুয়াফিনা এবং সেন্ট মার্টিন পরিবহনও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।