বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদকবিরোধী অভিযানে রাজশাহীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। তারা যারা মাদকব্যবসায়ী বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে পবা উপজেলার করমজা গ্রামে এই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে র্যাব জানিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম বলেন, র্যাবের একটি দল রাতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
“এ সময় র্যাবের উপস্থিতি দেখে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে কয়েক মিনিট গুলি বিনিময় হয়। এক পর্যায়ে মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দুইজনকে পাওয়া যায়।”
তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ‘বিপুল পরিমাণ’ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে মেজর আশরাফুল জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরুর পর চলতি মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা শত ছাড়িয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।