পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : চলমান মাদকবিরোধী পরিচালনায় আরো সতর্কতা অবলম্বনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত মাদককারবারীদের তালিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
জবাবে ওই তালিকা সঠিক নয়, দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৫টি গোয়েন্দা সংস্থা দেয়া প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা সর্বশেষ তালিকা ধরে অভিযান চলছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি টিপু মুনশি। বৈঠকে কমিটির সদস্য মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মো. ফখরুল ইমাম ও বেগম কামরুন নাহার চৌধুরী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে মাদকবিরোধী চলমান অভিযান নিয়ে প্রশ্ন উত্থাপন করেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মো. ফখরুল ইমাম। এরআগে কমিটির সভাপতি এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, কমিটির পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযানের সুপারিশ আগেই করা হয়েছিলো। এই অভিযান অব্যাহত রাখতে হবে। এসময় মাদককারবারীদের তালিকা সম্পর্কে বলা হয়, ৫টি গোয়েন্দা সংস্থার দেয়া তালিকা থেকে অন্তত: তিনটি তালিকায় যাদের নাম এসেছে তাদেরকে চ‚ড়ান্ত তালিকায় রাখা হয়েছে। আর সেই তালিকা অনুযায়ী অভিযান চলছে।
বৈঠক শেষে কমিটির সদস্য মো. ফখরুল ইমাম সাংবাদিকদের বলেন, কমিটির পক্ষ থেকে চলমান অভিযানে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তবে আরো সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করতে বলা হয়েছে। যাতে নিরীহ একজনও হয়রানির শিকার না হন। এছাড়া এই অভিযানের কারণে কোন বাহিনী যাতে বিতর্কিত না হয় সেবিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
কোন কোন ক্রসফায়ারের ঘটনা নিয়ে প্রশ্ন উত্থাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামীতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়েছে। তবে মাদক অভিযানের সময় আক্রমণ বা পাল্টা আক্রমণে যদি কেউ মারা যায় তাহলে তো কিছু করার নেই। তবে, কোন নিরীহ মানুষ যেন এর শিকার না হয় তার জন্য আমরা সাবধান হতে বলেছি।
পাসপোর্ট ও ভিসা : বৈঠকে জানানো হয়েছে, মালেশিয়ায় কর্মরত বাংলাদেশীদের মধ্যে গত ৫ মাসে ৬৭ হাজার ৭৫১টি পাসপোর্ট ডেলিভারি দেয়া হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৬ কোটি ৭০ লাখ ৬ হাজার ৭২৬ টাকা। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে প্রবাসীরা প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে পাসপোর্ট নবায়ণ করছেন। আর সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে গত মাসে ২ হাজার ২৮৬টি এনরোলমেন্ট, ৩ হাজার ৭৯টি পাসপোর্ট প্রাপ্তি এবং ২ হাজার ৭২২ পাসপোর্ট বিতরণ করা হয়েছে। সেখানকার হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইং একাজ করছে।
কমিটি সূত্র জানায়, এবিষয়ে বিস্তারিত আলোচনা শেষে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের প্রবাসীদের পাসপোর্ট ও ভিসা নবায়ণ কাজ আরো গতিশীল ও সহজতর করা এবং মালয়েশিয়ার শ্রমবাজার স¤প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়েছে।
এছাড়া বৈঠকে গাজীপুর ও রংপুর মহানগরী পুলিশ বিল সংসদে পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। দ্রæততম সময়ে এ দু’টি এলাকায় পুলিশের জন্য ব্যারাক নির্মাণ, থানা ভবন নির্মাণসহ আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।