Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল জারি

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠানে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। গত ২৯ মে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলরের সাবেক প্রকল্প সম্পাদক ও মুক্তিযোদ্ধা আবদুস সালাম মজুমদার মহামান্য হাইকোর্টে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ প্রার্থনায় মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন মামলা দায়ের করেন। রিট পিটিশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিবসহ ৩ জনকে বিবাদী করা হয়। রিট পিটিশনকারীর আইনজীবি এডভোকেট মাঈন উদ্দিন দৈনিক ইনকিলাবকে জানান, মহামান্য হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মোঃ আতাউর রহমান খান উক্ত রিট পিটিশন শুনানী অন্তে রেপনডেন্ট গণের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের সিডিউল কেন ঘোষনা করা হবেনা এই মর্মে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ