Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকেরগঞ্জে বজ্রপাতে নিহত ১: ঝড়ে মেঘনায় ট্রলার ডুবে কিশোরীর মৃত্যু গৃহবধূ নিখোঁজ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

বরিশালের হিজলা উপজেলার একাংশের ওপর দিয়ে গতকাল সকালে বয়ে যাওয়া প্রবল ঝড়ে মেঘনায় যাত্রীবাহি ট্রলার ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো এক গৃহবধু। ঝড়ে বেস কিছু বসত ঘর ধ্বসে পড়েছে। গতকাল (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবল ঝড় বয়ে যায়। একই সময়ে বজ্র ঝড়-বৃষ্টিতে জেলার বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু ঘটেছে। হিজলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. রায়হান জানান,সকাল পৌনে ১০টার দিকে আকষ্মিক ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। সকাল ১০টার দিকে শুরু হয় প্রবল বাতাস ও বৃষ্টি। এসময় ইউনিয়ন সংলগ্ন মেঘনায় ৩টি নৌকা ডুবে যায়। দুধ বহনকারী একটি ট্রলার ডুবে স্থানীয় মিজান ফকিরের মেয়ে জান্নাত (১২) ও আল আমিনের স্ত্রী মাহিনুর (২৬) নিখোঁজ হয়। বেলা ১টার দিকে জান্নাতের লাশ পাওয়া গেলেও মাহিনুর এখনও নিখোঁজ রয়েছে। এদিকে গতকাল সকাল ১০টার দিকে ঝড় বৃষ্টি চলাকালে বাকেরগঞ্জের বাদলপাড়া এলাকায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাতে

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ