বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাকে হত্যা করা হয়নি। সে নিজেই আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এসময় সংবাদ সম্মেলনে নাজমুলের পরিবারের সদস্যরাও এ কথার সমর্থন করেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও নাজমুলের বাবা আলতাফ হোসেন, মা নাজমা খাতুন, সদ্য বিবাহিত স্ত্রী উর্মি খাতুন উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, হতাশাগ্রস্থ থেকে নাজমুল আত্মহত্যা করেছে। পুলিশ আত্মহত্যায় ব্যবহৃত ওয়ান সুটার গান ছাড়াও একটি পিস্তল উদ্ধার করেছে। তবে কি কারণে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি, সদ্য বিবাহিত নাজমুল হতাশ ছিল তা নিশ্চিত করেননি তিনি। নাজমুলের মা নাজমা খাতুন বলেন, গুলির শব্দে নাজমুলের ঘরে গিয়ে দেখি গুলিবিদ্ধ নাজমুল মেঝেতে পড়ে আছে। ভয়ে দ্রুত অস্ত্রটি তুলে নিয়ে পাশের বাড়িতে লুকিয়ে রাখি। তখন নববধূ নাজমুলের পাশে কাঁদছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।