Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প-কিম বৈঠক নিয়ে তোড়জোড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

বেশ ভালোই তোড়জোড় চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে বৈঠক নিয়ে। মাঝখানে ট্রাম্পের বক্তব্য ঘিরে ক্ষণিকের জন্য দোলাচলের সৃষ্টি হলেও এখন পরিস্থিতি ধীরে ধীরে বৈঠকের অনুকূল হয়ে উঠছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এরই মধ্যে দুবার চীন সফর করেছেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে দুবার বৈঠক করেছেন। পাশাপাশি তাঁর সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, জেনারেলরা ছুটে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, চীনে, রাশিয়ায়, সিঙ্গাপুরে। উত্তর কোরিয়ার মিত্র দেশগুলোর মন্ত্রীরাও ছুটে যাচ্ছেন পিয়ংইয়ংয়ে। বৈরী দুই দেশের দুই নেতার ঐতিহাসিক বৈঠকটি ঠিক কবে হবে, তা জানা না গেলেও বৈঠকটি যে হবেÑ এ ব্যাপারে বেশ আশাবাদী হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে ১২ জুন সিঙ্গাপুরে দুই নেতার বৈঠকের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ উত্তর কোরিয়ার নেতার ডান হাত হিসেবে পরিচিত জেনারেল কিম ইয়ং চোল বৈঠক-পূর্ববর্তী আলোচনার জন্য মার্কিন মুল্লুকে গেছেন। এটা গত দুই দশকের মধ্যে উত্তর কোরিয়ার কোনো শীর্ষ ব্যক্তির মার্কিন যুক্তরাষ্ট্রে সফর। কিম ইয়ং চোল এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কথা বলার পাশাপাশি ভোজও সেরেছেন। বৃহস্পতিবার আবার তাঁদের বৈঠকে বসার কথা রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চোল আর মাইক পম্পেও ডিনার সেরেছেন। সেখানে পম্পেও মার্কিন অবস্থান তুলে ধরেন। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক টুইটে জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে কথা হয়েছে। কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। এদিকে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চুয়ে সন-হুই দক্ষিণ কোরিয়ার সাবেক মার্কিন রাষ্ট্রদূত সুং কিমের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ দুজনের লাগাতার বৈঠক চললে দুই দেশের সীমান্তবর্তী গ্রাম বেসামরিক অঞ্চল পানমুনজমে। বিরতি দিয়ে দিয়ে এই আলোচনা আগামী রোববার পর্যন্ত চলবে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ