মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কয়েক দশকের সংঘাতের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ মিন্দানাওয়ে দ্বীপপুঞ্জকে স্বায়ত্তশাসন ক্ষমতা দিতে যাচ্ছে ফিলিপাইন। বুধবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। মুসলমান প্রধান অঞ্চল মিন্দানাওয়ের স্বায়ত্তশাসনের পক্ষে বুধবার পার্লামেন্টের ‘বাংসামরো ব্যাসিক ল’ শিরোনামের বিলটিতে ২২৭ সদস্য ভোট দেন। আর এই বিলটির বিপক্ষে ছিলেন ১১ জন সদস্য। মিন্দানাওয়েকে স্বায়ত্তশাসন প্রদানের মাধ্যমে সরকার ফিলিপাইনের দারিদ্র্যপীড়িত এই অঞ্চলটিতে জঙ্গিবাদের উত্থানের রোধ চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ফিলিপাইনের দক্ষিণের এই দ্বীপটিতে ২২ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন। পার্লামেন্টের চলমান অধিবেশন ২ জুন শেষ হয়ে যাওয়ার কথা। তার আগেই তিনি এই বিলটি পার্লামেন্টের অনুমোদনের জন্য চাপ প্রয়োগ করেছিলেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।