মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাঁচটি খাতে প্রায় পাঁচ লাখ দক্ষ বিদেশি শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে জাপান। এ লক্ষ্যে দেশটি বিদেশি শ্রমিক নিয়োগ বিধানে আরোপিত কড়াকড়ি হ্রাস করতে যাচ্ছে। বুধবার জাপানি সংবাদমাধ্যম নিক্কেই-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। জনসংখ্যা হ্রাস ও প্রবীণ লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় শ্রমিক সংকটে ভুগছে জাপান। নার্সিং, জাহাজ নির্মাণ, নির্মাণ ও কৃষিসহ পাঁচটি খাতে সংকটের মাত্রা অনেক বেশি। তাই ২০২৫ সাল নাগাদ এই খাতগুলোতে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগ দিতে চায় সরকার। বিদেশি শ্রমিক নিয়োগে আগামী এপ্রিল থেকে পরীক্ষা নেওয়া শুরু হবে। আবেদনকারী শ্রমিকদের পেশাগত ও জাপানি ভাষার ওপর প্রাথমিক দখলের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে পাঁচ বছরের জন্য জাপানে কাজের সুযোগ দেওয়া হবে। ২০১২ সালে প্রধানমন্ত্রী শিনজো আবে ক্ষমতাগ্রহণের পর থেকে জাপানের অর্থনীতি আরো শক্তিশালী হতে শুরু করে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।