Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে সেচ্ছাসেবক লীগের মাদক বিরোধী র‌্যালি ও মানববন্ধন

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

মাদক মুক্ত সমাজ হোক আজকের অঙ্গিকার জননেত্রী শেখ হাসিনার সাথে কন্ঠে কন্ঠ মিলাই মাদক মুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হই’ এই প্রতিপাদ্য নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ র‌্যালী ,মানববন্ধন ও মাদক বিরোধী সচেতনতা মূলক লিফলেট বিতরন করেছে। গতকাল দুপুরে স্বেচ্ছাসেবকলীগের কার্যালয় থেকে মাদক বিরোধী একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশ নেয় স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামীলীগের বিভিন্নপর্যায়ের নেতাকর্মীরা। এসময় পথচারী,বিভিন্ন পরিবহনের যাত্রীদের হাতে মাদকবিরোধী লিফলেট তুলে দেয়া হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শৈশব রাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মখলেছার রহমান রেজা, সভাপতি আবুল হাসনাত মোঃ সাইফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নুরনেহার নূরী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।
র‌্যালীতে বক্তরা মাদক নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে স্বাগত জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ