মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের খায়বার পাকতুনখোয়া প্রদেশের চরসাদ্দা শহরের বাচা খান বিশ্ববিদ্যালয়ে ব্যাপক হত্যাকান্ডের সঙ্গে জড়িত ঘাতকদের ধরতে আফগানিস্তানের সহায়তা চেয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। এ বিষয়ে তিনি গত বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন। এছাড়া, আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেলের সঙ্গেও তিনি কথা বলেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আসিম সেলিম বাজওয়া এ কথা জানিয়েছেন। গত বুধবার বাচা খান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের হামলায় অন্তত ২১ জন নিহত ও ৬০ জন আহত হয়। হতাহতদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় ছাত্র। ফোনালাপের সময় পাক সেনাপ্রধান এ হামলার বিষয়ে আফগান নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং সন্ত্রাসীদের চিহ্নিত ও আটক করে বিচারের আওতায় আনার বিষয়ে সহযোগিতা চান। বুধবারের হামলা আফগানিস্তান থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও পাক সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।