Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতন-ভাতার দাবিতে রামপুরায় শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ৩:০০ পিএম

বকেয়া বেতন-ভাতার দাবিতে রামপুরায় সড়ক অবরোধ করেছে আশিয়ানা গার্মেন্টসের শ্রমিকরা। আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শ্রমিকরা গার্মেন্টসের সামনের সড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকরা জানান, আজ তাদের বকেয়া বেতন ও ভাতা দেয়ার কথা ছিলো। কিন্তু তা দেয়া হয়নি। প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন তারা। এদিকে অবরোধের কারণে একদিকে মালিবাগ ও অন্যদিকে উত্তর বাড্ডা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে রামপুরা থানার ডিউটি অফিসার এসআই মুকুল মিয়া বলেন, শ্রমিকরা রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক অবরোধ

২২ ফেব্রুয়ারি, ২০২২
২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ