গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর শ্যামপুর এলাকায় বিদ্যুৎস্পর্শ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামপুর পুরনো আলীবহর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- আলী (২২), রেজাউল (২০) ও হাফিজুল (২৩)। আহত আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
নিহতদের স্বজনরা জানান, বেলা ১১টার দিকে ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের একতলায় নির্মাণকাজ করছিলেন ওই তিনজন। সকালে তারা কাঁধে করে রড উঠানোর সময় ওই ভবনের পাশে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি সেখানেই চিকিৎসাধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।