Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযান চলছে আরো ১৫ জন নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১:৫৩ এএম

আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান চলছেই। প্রতিরাতেই ভারী হচ্ছে বন্দুকযুদ্ধে নিহতের তালিকা। মঙ্গলবার রাতেও রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৪ জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১২৫ জনে। ঢাকায় তিনজন, মাগুরায় তিন, কুমিল্লায় এক, যশোরে দুই, নড়াইলে এক, আশুলিয়ায় এক, কক্সবাজারে এক, চট্টগ্রামে এক এবং চুয়াডাঙ্গায় একজন নিহত হয়েছে যারা সবাই মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ভাষানটেক দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাদক বিক্রেতা নিহত হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেঅ- আতাউর রহমান আতা (৪৬), বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা (৫০)। র‌্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুর কবির জানান, মাদক বিক্রেতাদের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে লোহার ব্রিজ এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে আতাসহ তিন মাদক বিক্রেতা নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
স্টাফ রিপোর্টার, সাভার জানান, ঢাকার সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। গতকাল বুধবার ভোর ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম আশরাফ আলী। আশরাফ আলী তুরাগ থানার দউর এলাকায় হযরত আলীর ছেলে।
বেনাপোল অফিস জানায়, বেনাপোলের বড় আচড়া সীমান্তে গতকাল বুধবার ভোররাতে কথিত বন্দুক যুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশের দাবি। নিহতরা হলেন- বেনাপোলের ভবেরবেড় গ্রামের শাজাহানের ছেলে লিটন মিয়া (৪২) ও অজ্ঞাত (৪৫) । বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, ভোর ৪ টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। নিহত দু জনেরই মাথায় গুলিবিদ্ধ ছিল। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বুধবার ভোরে বেনাপোল’র বড় আচড়া সীমান্ত এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, নিহত লিটন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১০ কেজি গাজা ,একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে।
কুমিল্লা থেকে সাদিক মামুন জানান, কুমিল্লায় মাদক বিরোধী অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে গুলিবিব্ধ হয়ে রোছমত আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার লড়িবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই মাদক ব্যবসায়ী উপজেলার ছয়গ্রাম এলাকার মৃত আলী আহাম্মদের পুত্র। বুড়িচং থানার ওসি মনোজ কুমার দেজানান, নিহত রোছমত আলী একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় ৭টি মাদকের মামলা রয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীর পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ইসহাক নামে (৩৫) এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ইসহাক নগরীর কোতোয়ালি থানার ঝাউতলা কলোনির মোহাম্মদ আলীর ছেলে। র‌্যাব জানায়, টাইগারপাসের পলোগ্রাউন্ডে মাদক বিক্রেতাদের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের মোবাইল টিম অভিযান চালায়। এসময় তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে ইসহাক গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং তার সঙ্গীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে চার হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। ইসহাকের বিরুদ্ধে থানায় ১৯টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
মাগুরা জেলা সংবাদদাতা জানান, মাগুরা পৌর এলাকার বাটিকাডাঙ্গা তিন রাস্তার মোড় থেকে মাথায় গুলিবিদ্ধ তিন মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাগুরার সহকারি পুলিশ সুপার ছয়রুদ্দিন জানান, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে বাটিকা ডাঙ্গা এলাকায় গোলাগুলি হচ্ছে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় উক্ত এলাকার তিন রাস্তার মোড়ে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। দ্রæত তাদের মাগুরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহতরা হচ্ছে মাগুরা শহরের ভায়না এলাকার মহিউদ্দিন চোপদারের ছেলে বাচ্চু চোপদার (৫২), মাগুরা নতুন বাজারের খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী কালা(৩০) ও মাগুরা শহরের ইসলামপুর পাড়ার আব্দু রাজ্জাক ঢালির ছেলে রায়হান ঢালি ওরওফ বৃটিশ (২০)।তাদেও তিনজনেরই মাথায় গুলির চিহৃ রযেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩২০ গ্রাম হীরোইন, ১ কেজি গাঁজা ৬ বোতল ফেন্সীডিল, ৬টি রাইফেলের গুলি ও ৮ টি গুলির খোষা উদ্ধার হয়।
নড়াইল জেলা সংবাদদাতা জানান, নড়াইল-লোহাগড়া সড়কের মালিবাগ মোড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক কারবারি সজিব শেখ (৩০) নিহত হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সজিব সদর উপজেলার দত্তপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ শেখের ছেলে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি, দু’টি রামদা, একটি গাছিদা এবং ২১৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। নিহত সজিবের নামে মাদকের একাধিক মামলা রয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদক কারবারিরা নড়াইলের মালিবাগ মোড়ে অবস্থান করছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্রমণ চালায় তারা। পুলিশও পাল্টা আক্রমণ চালায়। এক পর্যায়ে ঘটনাস্থলে এক মাদক কারবারি লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে যায়।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মাদক বিরোধী অভিযানের নামে গতকাল সিরাজগঞ্জ জেলায় কামারখন্দে আসান (৩৩) নামে একজন ক্রসফায়ারের শিকার হয়েছে। গ্রামবাসী সূত্রে জানা যায়, আসান একসময় মাদক ব্যবসায়ী ছিল। বেকারত্বের চরম কষ্টাঘাতে সে সাধারণ মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত হয়েছিল। এজন্য বেশ কয়েকবার জেলও খেটেছিল। দু সন্তানের জনক। পরিবারের দাবি, সে নিজে মাদক সেবন তো দুরের কথা, সামান্য বিড়ি-সিগারেট বা পানও খেতনা। এখন পুরোপুরি মাদক ব্যবসা বাদ দিয়েছিল। রমজান মাসের রোজা পালন ও তারাবীহ নামাজে নিয়মিত হয়েছিল। আজও পিতা-পুত্রে পাঞ্জাবি পরে তারাবীহ পড়তে গিয়েছিল। তারাবীহ শেষে দুজন লোক তাকে জোর করে ধরে মোটর সাইকেলে তুলে নিয়ে গেছে বলে তার ছেলেটি কান্নাসুরে অভিযোগ করে।
আইন-শৃংখলা বাহিনী সূত্রে জানা গেছে, সদর থানার কবিতা চত্বর এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে র‌্যাবের বন্দুকযুদ্ধে নেত্রকোনার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মজিবুর রহমান (৪২) নিহত হয়েছে। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
আইন-শৃংখলা বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চুয়াডাঙ্গা শহরের কুলচারা-দিগড়ী ত্রিমোহনী মোড়ের ইটভাটার নিকট পুলিশ ও মাদককারবারীদের মধ্যে বন্দুকযুদ্ধে তানজিল নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। তিনি জেলা শহরে পার্শ্ববর্তী গ্রাম দৌলতদিয়াড় চুনুড়ীপাড়ার রমজান আলীর ছেলে। ঘটনাটি ঘটে গত রাত দুইটার দিকে।

 

 



 

Show all comments
  • শরীফ ৩১ মে, ২০১৮, ৩:১৬ এএম says : 0
    রাঘববোয়ালদের ধরুন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ