Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচার বিভাগকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে : এডভোকেট আব্দুর রকিব

সিলেট ইসলামী ঐক্যজোটের ইফতার মাহফিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১২:০০ এএম

ইসলামী ঐক্যজোট সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেন আত্মত্যাগ এবং রমজানের সিয়াম সাধনার এ মাসে দেশের সকল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। এডভোকেট রকিব বলেন জিয়ার আদর্শ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিচ্ছুত করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে পবিত্র বিচার বিভাগকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশ ও জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা নিরপক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন জনগনের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল গণতান্ত্রিক দল ও দেশের সম্মানিত উলামা-মাশায়েখগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৫ ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করে ঢাকায় যাওয়ার পর ৮ ফেব্রুয়ারি একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে একটি পরিত্যাক্ত বাড়িতে জেলে রেখে সরকার অমানবিক আচরণ করছে। সিলেট থেকে বেগম জিয়ার মুক্তির জন্য দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল ২৯ মে মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ইসলামী ঐক্যজোট নগর সভাপতি প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা রফিক বিন সিকান্দার এবং নগর সেক্রেটারী হাফিজ আব্দুল মালিকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, দক্ষিণ জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল হক জালালাবাদী, জেলা বারের সভাপতি এডভোকেট মোঃ লালা, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি
মাওলানা রশিদ আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী নেছারুল হক চৌধুরী মোস্তান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি সংগঠনের সভাপতি ডাঃ শামিমুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি এম.এ মছব্বির, উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, মহিউস সুন্নাহ চৌধুরী নার্গিস, জেলা বিএনপিসাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সুহেল আহমদ, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, বিজিপি জেলা আহবায়ক মুজাম্মিল হোসেন লিটন, জাগপার সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্জাহান আহমদ লিটন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি গাজী রহমত উল্লাহ, জমিয়তে উলামায়ের ইসলামের মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোট জেলা সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, সহ-সভাপতি মাওলানা সালেহ আহমদ, মাওলানা খলিলুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, এছাড়া ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ২০ দলীয় জোটের শরীক বিএনপি- জামায়াত- জমিয়ত- খেলাফত- লেবারপার্টি- বিজিপি- জেপি- জাগপার সহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার পূর্ব বেগম জিয়ার মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্যজোট জেলা সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা নওফল আহমদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচার বিভাগ

৫ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ