Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প-কিম বৈঠক, সিআইএ’র ভিন্ন পূর্বাভাষ

সব কিছু ঠিকঠাক থাকলে ১২ জুন সিঙ্গাপুরে মুখোমুখি বসছেন দু’নেতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সিঙ্গাপুর বৈঠক নিয়ে যখন নতুন যুগের আশা করছেন সমাজবিজ্ঞানীরা, তখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ একটি উল্টো রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দৃশ্যমান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার কোনো পরিকল্পনা নেই উত্তর কোরিয়ার। এক্ষেত্রে পশ্চিমাদের চোখে একটি প্রলেপ দেয়ার পরিকল্পনা রয়েছে কিম জং উনের। ফলে প্রেসিডেন্ট ট্রাম্প যে দাবি করছেন তার ঠিক উল্টো রিপোর্ট দিয়েছে সিআইএ। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, অদূর ভবিষ্যতে পারমাণবিক কর্মসূচি বাতিলের পরিকল্পনা রয়েছে উত্তর কোরিয়ার। তাহলে কি সিআইএ’র রিপোর্ট ভুল নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ভুল তথ্য গিয়েছে। এমন প্রশ্ন উঠেছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষ স্বৈরশাসক কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে একটি পারমাণবিকতা বিষয়ক বৈঠকে বসতে অব্যাহতভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প প্রশাসন। তবে রিপোর্টে বলা হচ্ছে, উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক অস্ত্র পুরোপুরিভাবে ত্যাগ করবে না। একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, সবাই জানেন যে, তারা (উত্তর কোরিয়া) পারমাণবিক অস্ত্রমুক্ত হবে না। উল্লেখ্য, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সাক্ষাত করতে চান। এটা এমন হতে পারে যে, একটি সম্মেলনের টেবিলে হ্যামবার্গার খেতে খেতে। দক্ষিণ কোরিয়ায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ক্রিস হিলও সিআইএর সঙ্গে সুর মিলিয়ে একই রকম কথা বলেছেন। ২০১৬ সালে বৃটেন থেকে উত্তর কোরিয়ার উপ রাষ্ট্রদূত হিসেবে বহাল থাকা অবস্থায় পালিয়ে যান থাই ইয়ং-হো। তিনিও মনে করেন, বর্তমানে কূটনীতির যে ঘূর্ণাবর্ত বইছে এবং যে সমঝোতা চলছে তাতে নিরস্ত্রীকরণ বিষয়ে আন্তরিক ও পরিপূর্ণতা আসবে না। তিনি দক্ষিণ কোরিয়ার নিউসিস নিউজ এজেন্সিকে ট্রাম্প-কিম বৈঠক সম্পর্কে বলেছেন, শেষ পর্যন্ত উত্তর কোরিয়া একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রই থেকে যাবে। উপরে একটি খোলস দেয়া হবে ‘নন-নিউক্লিয়ার’ রাষ্ট্র হিসেবে। আগামী ১২ই জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম সামিট হওয়ার কথা। এক সপ্তাহ আগেও এ সম্মেলন হচ্ছে না এমন একটি ধারণা ছিল। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প ওই সামিটকে বাতিল বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার এক সপ্তাহের মধ্যে তাতে সুবাতাস বইছে বলে তিনি মত দেন। শুরু হয়ে যায় নতুন করে কূটনৈতিক দৌড়ঝাঁপ। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ