Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টে ১৮ অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিলেন প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ৮:০৭ পিএম
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাদের এ নিয়োগ কার্যকর হবে।
 
আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বিচারপতি নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে দীর্ঘ তিন বছর পর উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেয়া হলো।
 
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৃহস্পতিবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ পড়াবেন।
 
নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতিদের মধ্যে রয়েছেন- ঢাকার জেলা ও দায়রা জজ কুদ্দুস জামান, আইন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা জজ আদালতের বিচারক কামরুল ইসলাম মোল্লাসহ ১৮ জন।
 
সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুমোদনের পর নবনিযুক্ত বিচারপতিদের তালিকা বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্টার কার্যালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ