Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে বন্দুকযুদ্ধে এপর্যন্ত ৪ মাদক ব্যবসায়ী নিহত

ভীতি ছড়িয়ে পড়েছে মাদক সম্রাজ্যে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ৬:৩৪ পিএম | আপডেট : ৯:১০ পিএম, ৩০ মে, ২০১৮
কক্সবাজারে বন্দুক যুদ্ধে আরো এক মাদক ব্যবসায়ী নিহত। গত ১৪ মে থেকে সারা দেশ ব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর চালানো সাড়াশি অভিযানে এই পর্যন্ত কক্সবাজারে ৪ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে করে মাদক গডফাদার ও মাদক ব্যবসায়ীদের মাঝে ব্যাপকভাবে ভীতি ছড়িয়ে পড়েছে।
 
সম্প্রতি মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় জনমনে সৃষ্টি হয় অস্বস্তি। অনেকে মাদক ব্যবসায় জড়িত হয়ে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছেন। ধ্বংসের দিকে য়াচ্ছিল সমাজের একটি বড় অংশ। সচেতন মহলের দাবী ছিল এসব মাদক সম্রাটদের বিরুদ্ধে সর্বোচ্ছ শাস্তির।
 
এর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার হয় এবং পদক্ষেপ নেওয়া শুরু করলে এক এক করে ধরা পড়ে অনেক মাদক ব্যবসায়ী। সারা দেশের মত কক্সবাজারেও এপর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত হয় ৪ মাদক ও ইয়াবা কারবারী।
 
এতে করে জনমনে ফিরেছে স্বস্তি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর দৃঢ় হয়েছে বিশ্বাস ও আস্থা।
 
মঙ্গলবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর এলাকায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে আরো এক শীর্ষ মাদক ব্যবসায়ী ১০ মামলার আসামী মুজিবুর রহমান (৪২) । গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাবের একটি দল মাদক ব্যবসায়ীদের আটকের উদ্দেশ্যে অভিযানে গেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
 
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, মাদক ব্যবসায়ীদের একটি দল কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে অভিযানে গেলে মাদকব্যবসায়ীদের সাথে বন্দুকযুদ্ধ হয়। এতে নেত্রকোণার শীর্ষ মাদক ব্যবসায়ী ১০ মামলার আসামী মুজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান , ৫টি গুলী ও খালি খোসা এবং ৬ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয় বলেও তিনি জানান।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ