Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে পাঞ্জাবী-টুপি পরায় চাকুরীচ্যুত

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ৩:২১ পিএম

বাগেরহাটে পাঞ্জাবী-টুপি পরিধান করে অফিসে আসায় চাকুরীচ্যুত হয়েছেন বাংলালিংক কাস্টোমার কেয়ার প্রতিনিধি সরদার আল মারজান। পাঞ্জাবী- টুপি পরিধান করে অফিস করার অপরাধে ২৩ মে দুপুরে মারজানকে গালি-গালাজ করে চাকুরী থেকে অব্যাহতি দেন বাংলালিংকের জোনাল ম্যানেজার মোঃ আঃ রায়হান উদ্দিন।
এ ঘটনায় মঙ্গলবার (২৯ মে) মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ দাবি করে বাংলালিংকের জোনাল ম্যানেজার মোঃ আঃ রায়হান উদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মারজান। মারজানের পক্ষে লিগ্যাল নোটিশ আইনজীবি জগৎ জীবন বসু।
লিগ্যাল নোটিশে বলা হয়, সরদার আল মারজান ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে এবছর ২৩ মে পর্যন্ত সাইনবোর্ড বাজার বাংলালিংক কাস্টোমার কেয়ার প্রতিনিধি হিসেবে চাকুরী করে আসছেন। রমজান মাস শুরু হলে ২৩ মে সে পাঞ্জাবী-টুপি পরিধান করে অফিসে যান। অফিসের নিয়মিত কাজ হিসেবে নিজের ছবি হটস এ্যাপ গ্রুপে পোস্ট করে সু-প্রভাত জানান। হটস এ্যাপ গ্রুপে পাঞ্জাবী-টুপি পরিহিত ছবি দেখে বাংলালিংকের জোনাল ম্যানেজার মোঃ আঃ রায়হান উদ্দিন মুঠোফোনে মারজানকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। কোন প্রকার মৌখিক বা লিখিত সতর্ক বার্তা না দিয়ে পাঞ্জাবী-টুপি পরিধানের অপরাধে ঐদিনই মারজানকে চাকুরীচ্যুত করেন জোনাল ম্যানেজার। মারজান ও মোঃ আঃ রায়হান উদ্দিনের কথোপোকথোনের রেকর্ড সরক্ষিত রয়েছে।
এ ধরণের গালিগালাজ ও চাকুরীচ্যুত করায় মারজান সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য তার মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ প্রদান না করলে ৭দিনের মধ্যে আদালতের আশ্রয় গ্রহনের কথা বলা হয় লিগ্যাল নোটিশে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাগেরহাট

১০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ